গোয়ালিয়রে তিন টি২০ সিরিজের প্রথম ম্যাচে অল্পতেই আটকে গেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ১২৭ রানেই অলআউট হয়েছে টাইগাররা।
আজ রোববার (৬ অক্টোবর) সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে অল্প পুঁজিতেই সন্তুষ্ট থাকতে হয় সফরকারীদের।
চার মেরে শুরুর পর দ্বিতীয় বলেই অর্শদীপ সিংকে উইকেট দেন লিটন দাস। এই পেসারের পরের ওভারে বোল্ড হন দ্বিতীয় ওভারে হার্ডিক পান্ডিয়াকে ছক্কা মেরে দারুণ শুরুর ইঙ্গিত দেওয়া পারভেজ হোসেন ইমন। লম্বা সময় একাদশে ফেরা এ বাঁহাতি ব্যাটারের ব্যাট থেকে আসে ৮ রান।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাজমুল শান্ত, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
ভারতের একাদশ: আভিষেক শর্মা, সানজু সামসন, সূর্যকুমার যাদব, নিতিশ রেড্ডি, হার্ডিক পান্ডিয়া, রায়ান পরাগ, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, অশ্বদ্বীপ সিং, মায়াঙ্ক যাদব।