শনিবার,

২১ সেপ্টেম্বর ২০২৪,

৬ আশ্বিন ১৪৩১

শনিবার,

২১ সেপ্টেম্বর ২০২৪,

৬ আশ্বিন ১৪৩১

Radio Today News

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৫, ২০ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৩:০৫, ২০ সেপ্টেম্বর ২০২৪

Google News
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ঘন্টাতেই ভারতকে ৩৭৬ রানে গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। তবে ব্যাটিং নেমে শুরুটা ভালো হয়নি তাদের। দুর্দান্ত বুমরাহ-আকাশে লাঞ্চের আগেই দুই ওপেনারসহ ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। লাঞ্চ পর্যন্ত বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ২৬ রান রান। প্রথম ইনিংসের ভারতের চেয়ে ৩৫০ রানে পিছিয়ে আছে তারা।

বাংলাদেশের ইনিংসের প্রথম ওভারেই আঘাত আনেন বুমরাহ। ওভারের শেষ বলে দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন ২ রান করা সাদমান। জাকিরকে নিয়ে জুটি গড়ার আভাস দিচ্ছেন অধিনায়ক শান্ত। তবে সেই জুটি খুব বড় হতে দেননি আকাশদীপ। ২০ রানের জুটি ভাঙে জাকির ফিরলে। দারুণ এক ইনসুইংয়ে জাকিরকে বোল্ড করেন আকাশ। ৩ রান করেই ফিরতে হয় জাকিরকে।

ঠিক পরের বলেই মোমিনুলকেও বোল্ড করেন আকাশ। শূন্য রানেই ফেরেন মোমিনুল। লাঞ্চ পর্যন্ত তাই ৩ উইকেট হারিয়ে ২৬ রান করেই বিরতিতে গেল বাংলাদেশ। ক্রিজে আছেন ১৫ রান করা শান্ত ও ৪ রান করা মুশফিক।

দ্বিতীয় দিনে বড় স্কোরের লক্ষ্য নিয়ে মাঠে নামা ভারতকে খুব বেশি রান যোগ করতে দেয়নি বাংলাদেশ। তাসকিন আহমেদের গতির ঝড়ে প্রথম সেশনের মাঝপথেই ৩৭৬ রানে গুটিয়ে গেছে ভারত। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর ভারতের বিপক্ষেও এবার ৫ উইকেট নিলেন হাসান মাহমুদ।

দ্বিতীয় দিনের তৃতীয় ওভারে প্রথম আঘাত আনেন তাসকিন। ৮৬ রান করা জাদেজাকে ফেরান তিনি। লিটনের হাতে ক্যাচ দিয়ে সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়েই প্যাভিলিয়নে ফেরেন জাদেজা। আকাশদীপ ক্রিজে নেমে বেশ কয়েকটি চার মেরেছেন। তবে তার ইনিংস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৭ রান করা আকাশ ফেরেন তাসকিনের বলেই।

গতদিন সেঞ্চুরি পাওয়া অশ্বিনও আজ বেশি রান যোগ করতে পারেননি, তিনিও ফিরেছেন তাসকিনের দারুণ এক ডেলিভারিতে। শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে অশ্বিন করেছেন ১১৩ রান। ভারতের ইনিংসের শেষ উইকেট তুলে নিয়েছেন হাসান মাহমুদ। ৭ রানে বুমরাহকে ফিরিয়ে পরপর দুই টেস্টে পাঁচ উইকেট শিকার করলেন হাসান। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ভারতের মাটিতে ৫ উইকেট পেলেন তিনি।

৮৩ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার হাসান। ৫৫ রানে ৩ উইকেট নিয়েছেন তাসকিন।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের