বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

Radio Today News

চ্যাম্পিয়নস লিগ ড্র, কে কার প্রতিপক্ষ

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৯, ৩০ আগস্ট ২০২৪

Google News
চ্যাম্পিয়নস লিগ ড্র, কে কার প্রতিপক্ষ

আসন্ন ২০২৪-২৫ মৌসুম চ্যাম্পিয়নস লিগ অনুষ্ঠিত হবে নতুন আঙ্গিকে ৩৬ দল নিয়ে। যার ড্র’ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাতে। যেখানে প্রথম রাউন্ডেই মুখোমুখি হবে গত আসরের দুই ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড। কার্লো আনচেলত্তির রিয়াল খেলবে লিভারপুলের বিপক্ষেও। অন্যদিকে আরও একবার বার্সেলোনার সামনে পড়েছে বায়ার্ন মিউনিখ।

মোনাকোয় বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ড্র। যেখানে নতুন ফরম্যাটে থাকছে না গ্রুপ পর্ব। লিগ পর্বে প্রতিটি দল খেলবে আটটি করে ম্যাচ। এই আট ম্যাচের চারটি তারা খেলবে ঘরের মাঠে এবং অন্য চারটি প্রতিপক্ষের মাঠে। যা চলবে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত।

প্রাথমিক র‌্যাঙ্কিং অনুযায়ী চারটি পটের প্রতিটিতে রাখা হয় ৯টি করে দল। ড্রয়ে প্রতিটি পট থেকে একটি দলের দুটি করে প্রতিপক্ষ নির্বাচন করা হয়।

রাউন্ড রবিন লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার প্রথম আটটি দল সরাসরি জায়গা করে নেবে শেষ ষোলোয়। আর টেবিলের ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলোর মধ্যে হোম-অ্যাওয়ে দুই লেগের প্লে-অফ লড়াই শেষে আটটি দল পাবে শেষ ষোলোর বাকি আটটি টিকেট।

শেষ ষোলো থেকে ফাইনাল পর্যন্ত লড়াইয়ের ফরম্যাটে অবশ্য কোনো পরিবর্তন নেই। আগে যেভাবে নকআউট পর্ব হতো, সেভাবেই চলবে।

লিগ পর্বে পট ১-এর কোন দলের প্রতিপক্ষ কারা:

রিয়াল মাদ্রিদ: বরুশিয়া ডর্টমুন্ড, লিভারপুল, এসি মিলান, আতালান্তা, সালসবুর্ক, লিল, স্টুটগার্ট, ব্রেস্ত

ম্যানচেস্টার সিটি: ইন্টার মিলান, পিএসজি, ক্লাব ব্রুজ, ইউভেন্তুস, ফেইনুর্ড, স্পোর্তিং লিসবন, স্পার্তা প্রাহা, স্লোভান ব্রাটিস্লাভা

বায়ার্ন মিউনিখ: পিএসজি, বার্সেলোনা, বেনফিকা, শাখতার দোনেৎস্ক, দিনামো জাগরেব, ফেইনুর্ড, স্লোভান ব্রাটিস্লাভা, অ্যাস্টন ভিলা

পিএসজি: ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, আতলেতিকো মাদ্রিদ, আর্সেনাল, পিএসভি আইন্দহোভেন, সালসবুর্ক, জিরোনা, স্টুটগার্ট

লিভারপুল: রেয়াল মাদ্রিদ, লাইপজিগ, বায়ার লেভারকুজেন, এসি মিলান, লিল, পিএসভি আইন্দহোভেন, বোলোনিয়া, জিরোনা।

ইন্টার মিলান: লাইপজিগ, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, বায়ার লেভারকুজেন, রেড স্টার বেলগ্রেড, ইয়াং বয়েজ, মোনাকো, স্পার্তা প্রাহা

বরুশিয়া ডর্টমুন্ড: বার্সেলোনা, রেয়াল মাদ্রিদ, শাখতার দোনেৎস্ক, ক্লাব ব্রুজ, সেল্টিক, দিনামো জাগরেব, স্টুহাম খাৎস, বোলোনিয়া

লাইপজিগ: লিভারপুল, ইন্টার মিলান, ইউভেন্তুস, আতলেতিকো মাদ্রিদ, স্পোর্তিং লিসবন, সেল্টিক, অ্যাস্টন ভিলা, স্টুহাম খাৎস

বার্সেলোনা: বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড, আতালান্তা, বেনফিকা, ইয়াং বয়েজ, রেড স্টার বেলগ্রেড, ব্রেস্ত, মোনাকো।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের