রোববার,

০৮ সেপ্টেম্বর ২০২৪,

২৪ ভাদ্র ১৪৩১

রোববার,

০৮ সেপ্টেম্বর ২০২৪,

২৪ ভাদ্র ১৪৩১

Radio Today News

কোপা আমেরিকা ফাইনাল ম্যাচ: কান্নাভেজা চোখে মাঠ ছাড়লেন মেসি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:২৮, ১৫ জুলাই ২০২৪

আপডেট: ০৯:৩৯, ১৫ জুলাই ২০২৪

Google News
কোপা আমেরিকা ফাইনাল ম্যাচ: কান্নাভেজা চোখে মাঠ ছাড়লেন মেসি

কোপা আমেরিকার হাইভোল্টেজ ম্যাচটি ছিল ডি মারিয়ার আন্তর্জাতিক ফুটবলের শেষ ম্যাচ আর লিওনেল মেসির ছিল কোপার শেষ ম্যাচ। তবে শেষ ম্যাচেও পুরোটা সময় থাকা হলো না মেসির। ইনজুরির কারণে মাঠ ছাড়তে হলো আর্জেন্টাইন মহাতারকাকে। 

ম্যাচের ৬৬ মিনিটে বদলি করা হলো তাকে। বদলি হিসেবে নেমেছেন নিকোলাস গঞ্জালেস। কান্নাভেজা চোখে মেসি বিদায় জানালেন  মাঠকে। 

এর আগে ৭০ মিনিট পর্যন্ত গোলের দেখা পায়নি দুই দলে কেউই। 

মেসি ম্যাচের ৩৭ মিনিটেই মূলত ইনজুরিতে পড়েন। ওই সময় আক্রমণে যাওয়ার পরেই তাকে কড়া ট্যাকেল করেন কলম্বিয়ার রাইটব্যাক সান্তিয়াগো আরিয়াস। কড়া ট্যাকেলের পর সেখানেই গোড়ালি মচকায় লা পুলগার। এরপরেই ব্যাথানাশক দিয়ে সাময়িক চিকিৎসা চলে মেসির। খেলায়ও ফিরে আসেন খানিক পরেই। প্রথমার্ধ শেষ করেছেন সতর্কভাবেই। 

ম্যাচের দ্বিতীয়ার্ধে আর নিজেকে মেলে ধরতে পারলেন না মেসি। খেললেন ৬৩ মিনিট পর্যন্ত। প্রেসিং করতে গিয়েই পড়ে যান মাঠে। সেখান থেকে আর ফেরা হয়নি মেসির। মাঠের চিকিৎসার পর আর্মব্যান্ড তুলে দিলেন আনহেল ডি মারিয়ার কাছে। সাইডবেঞ্চে বসেই এরপর কান্নায় ভেঙে পড়েছেন মেসি। 

ম্যাচে অবশ্য মেসিকে এমন কড়া ট্যাকেলের পরেও কোনো কার্ড দেখতে হয়নি আরিয়াসকে। ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লাউস বাজাননি ফাউলের বাঁশিও। ম্যাচেও অবশ্য এখন পর্যন্ত ফলাফলে পড়েনি এর প্রভাব। খেলা চলছে গোলশূন্য ড্র-য়ে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের