ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরি ছিল শচীন টেন্ডুলকারের। ২০১২ সালে শচীন করেছিলেন ওয়ানডের ৪৯তম সেঞ্চুরি। যেটা করতে তার লেগেছিল ৪৫১ ইনিংস। ১১ বছরের মাথায় তার সেই রেকর্ড ভেঙে দিয়ে কোহলি পৌঁছে গেলেন শীর্ষে। ২৯১ ম্যাচ খেলে ২৭৯ ইনিংসে ৫০তম সেঞ্চুরি তুলে নিয়ে নতুন নজির স্থাপন করেন কিং কোহলি।
আজ বুধবার নিউ জিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ১০৬ বল খেলে ৮টি চার ও ১ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করে উল্লাসে মাতেন তিনি। এরপর মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে ক্রিকেটের বরপুত্র শচীন টেন্ডুলকারকে কুর্নিশ করেন তিনি। সে সময় গ্যালারিতে উপস্থিত ছিলেন শচীন। তার মুখেও ছিল চওড়া হাসি।
রেডিওটুডে/এমএমএইচ