বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

Radio Today News

ম্যানচেস্টার ডার্বিতে সিটির বড় জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯:০৯, ৩০ অক্টোবর ২০২৩

Google News
ম্যানচেস্টার ডার্বিতে সিটির বড় জয়

সংগৃহিত ছবি

গতকাল মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বি ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠে হতাশ হয়েছেন এরিক টেন হাগের শিষ্যরা। হাইভোল্টেজ ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা আর্লিং হালান্ডের করা জোড়া গোলে বড় জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার সিটি। 

প্রিমিয়ার লিগের এ ম্যাচটিতে ৩-০ গোলের জয় নিয়ে মাঠে ছেড়েছে পেপ গুয়ার্দিওলার দল। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের শুরুতেই হলুদ কার্ড দেখেন ইউনাইটেডের গোলরক্ষক আন্দ্রে ওনানা। ম্যাচের ২৬তম মিনিটে ডি-বক্সে সিটির রদ্রিকে পেছন থেকে টেনে ফেলে দেন গাসমুস হয়লুন। ভিএআরে মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ফলে সুযোগ পেয়েই নিখুঁত স্পট কিকে দলকে এগিয়ে নেন হালান্ড। 

পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয় স্বাগতিকরা। প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল ইউনাইটেড। তবে সবার সিটিজেনদের রক্ষা করেন গোলরক্ষক এডারসন। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ম্যানচেস্টার সিটি। 

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারো এগিয়ে যায় সফরকারীরা। ম্যাচের ৪৯ তম মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন হালান্ড। ২-০ গোলে পিছিয়ে পড়ে ম্যাচে মরিয়া হয়ে পড়ে ব্রুনো ফার্নান্দেজের দল। 

৮০তম মিনিটে তৃতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন এই ইংলিশ তারকা। শেষ পর্যন্ত আর গোল না হলে ৩-০ গোলের বড় জয় নিয়ে মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বি জিতে নেয় ম্যানচেস্টার সিটি। 

ম্যানচেস্টার ডার্বিতে পাওয়া এই জয়ে পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে এসেছে পেপ গার্দিওলার দল। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের