বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

Radio Today News

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি ব্রাজিল ও আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৯, ২৩ অক্টোবর ২০২৩

Google News
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি ব্রাজিল ও আর্জেন্টিনা

ফাইল ছবি

বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আগামী ২২ নভেম্বর মারাকানার লড়াই জমবে মেসি- আর নেইমারের।    দুই দলের মুখোমুখি লড়াই মানেই বিশ্বের কোটি কোটি দর্শকদের মধ্যে টান টান উত্তেজনা, রোমাঞ্চ ও বৈরীতা। দু’দলের খেলোয়াররা কেউ কাউকে মাঠে যেমন ছাড় দিয়ে কথা বলে না তেমনি দর্শকরাও প্রতিপক্ষের সমর্থকদের দুয়োধ্বনি দিতে ভুল করে না। বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামার আগে এগিয়ে রয়েছে কারা পরিসংখ্যান কথা বলছে কাদের পক্ষে এসব নিয়েই আলোচনা।

মাঠের পারফর্মেন্সে এখন দুই মেরুতে অবস্থান করছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আর আজেন্টিনা। একদিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে একের পর এক জয় ছিনিয়ে আনছে মেসিরা বিপরীতে জিততে বেগ পেতে হচ্ছে নেইমারদের। বিশ্বকাপের বাছাইয়ের আজেন্টিনার ৪ জয়ের বিপরীতে নেইমার- ভিনিদের জয় মাত্র ২ টি। নতুন কোচ দিনিজের অধীনেও ছন্দে নেই সেলেসাওরা। সাম্প্রতিক পারফর্মেন্সে তাই এগিয়েই থাকবে মেসিরা। 

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ফুটবলের লড়াই অনেক পুরনো। ১৯১৪ সালের ২০ সেপ্টেম্বর প্রথম ম্যাচে ব্রাজিলকে ৩-১ গোলে হারায় আর্জেন্টিনা। একই বছরের ২৭ সেপ্টেম্বর আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল আর্জেন্টিনার দ্বৈরতের ইঙ্গিত দেয় ব্রাজিল। জয়-পরাজয় আর ড্র, শুরু থেকেই দু দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এর ধারাবাহিকতা ধরে রেখেছে মেসি-নেইমাররাও।

দুই দলের সর্বশেষ ১০ ম্যাচে ব্রাজিলের জয় ৪টি। আর্জেন্টিনারও জয় ৪টি। আর ড্র হয়েছে দুটিতে। এতেই বুঝা যায় দুদলের মধ্যে এখনো কে সেরা বা কে এগিয়ে তা বলা যাচ্ছে না। এদিকে বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি লড়াইয়ে ৪ ম্যাচের দুটিতেই জয় পেয়েছে ব্রাজিল। অন্যদিকে একটিতে জয় পেয়েছে আর্জেন্টিনা। একটি ম্যাচ অমীমাংসিত রয়েছে। ১৯৯০ সালের পর এ দুই দল বিশ্বকাপে মুখোমুখি হয়নি।

ব্রাজিল-আর্জেন্টিনা পরস্পরের মুখোমুখি হয়েছে মোট ১১২ বার। এরমধ্যে ব্রাজিল আছে এগিয়ে। মোট ৪৬ ম্যাচ জিতেছে তারা। আর্জেন্টিনার জয় ৪১টিতে। বাকি ২৫ ম্যাচ হয়েছে ড্র। সব মিলিয়ে ব্রাজিল এগিয়ে থাকলেও কোপা আমেরিকায় আবার মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে আর্জেন্টিনা। ৩৪ দেখার মধ্যে আর্জেন্টিনা জিতেছে ১৬ ম্যাচ আর ব্রাজিল ১০টি। বাকি ৮ ম্যাচ হয়েছে ড্র।

সর্বোচ্চ পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে দুইবার। তবে কোপায় এগিয়ে আর্জেন্টিনা। তারা চ্যাম্পিয়ন হয়েছে ১৫বার, ব্রাজিল ৯ বার। তবে সাম্প্রতিক রেকর্ডে আবার অনেক পিছিয়ে আর্জেন্টিনা। সর্বশেষ ৯টি কোপার ৫টিতেই জিতেছে ব্রাজিল। আসরের বর্তমান চ্যাম্পিয়ন আজেন্টিনা। 

ব্রাজিলের বিপক্ষে সর্বশেষ চার ফাইনালে তিনটি ফাইনাল হেরেছে আর্জেন্টিনা। ২০০৪ ও ২০০৭ সালে কোপা আমেরিকা এবং ২০০৫ সালে কনফেডারেশন কাপে আর্জেন্টিনাকে হারিয়েই চ্যাম্পিয়ন হয় সেলেসাওরা। সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে জিতেছিল আজেন্টিনা। এছাড়াও অন্য প্রতিপক্ষের বিপক্ষেও ফাইনালের সাম্প্রতিক দুঃখে ভরপুর আর্জেন্টিনা। ২০১৫ ও ২০১৬ টানা দুটি কোপার ফাইনালে তারা হারে চিলির কাছে। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে হারে জার্মানির কাছে। 

ব্রাজিলের মাটিতে ২০ ম্যাচের মধ্যে ব্রাজিলকে মাত্র দুইবার  হারিয়েছে আর্জেন্টিনা। ১৯৯৮ সালে  প্রীতি ম্যাচের পর সর্বশেষ কোপার আমেরিকার ফাইনালে জিতেছিল আজেন্টিনা। দুই দলের মধ্যে সবচেয়ে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা, তারা ৬-১ গোলের ব্যবধানে ব্রাজিলকে পরাজিত করে ।। ব্রাজিলের সবচেয়ে বড় জয় ৬-২ গোলের ব্যবধানে।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের