শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

Radio Today News

বিশ্বকাপ ভাবনায় ফার্গুসন

`স্পিন উইকেটে খেলা আমাদের জন্য ভালো`

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:৪০, ২১ সেপ্টেম্বর ২০২৩

Google News
`স্পিন উইকেটে খেলা আমাদের জন্য ভালো`

সংবাদ সম্মেলনে কিউই ক্যাপ্টেন লুকি ফার্গুসন

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টাইগার বোলারদের দাপট দেখেছে সফরকারী দল। মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদের ঘূর্ণি সামলাতে বিপাকে পড়েছে নিউজিল্যান্ড। তবে শেষ পর্যন্ত প্রথম ম্যাচে বেরসিক বৃষ্টির জয় হলেও টাইগার বোলাররা ছিলেন এদিন দারুণ ছন্দে। 

নিউজিল্যান্ড ইনিংসের ৩৪ তম ওভারে মিরপুরে দ্বিতীয় দফায় বৃষ্টি শুরু হলে তা আর থামেনি। আর এর ফলে পরিত্যক্ত ঘোষণা করা হয় সিরিজের প্রথম ম্যাচ। 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে সকল প্রশ্নেরই উত্তর দিয়েছেন তিনি। মিরপুরে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে ভেসে যাওয়ার পর আজকের উইকেটের ধরণ নিয়ে ফার্গুসনকে প্রশ্ন করা হলে, জবাবে তিনি বলেন, "আমার জানা নেই। আগের দিনও বলেছি, এই সিরিজ নিয়ে আমরা খুব ফোকাসড। এখানে হয়তো ভারতের চেয়ে আলাদা কন্ডিশন, কিন্তু স্পিন উইকেটে খেলা সবসময় সাহায্য করে।"

"আমি নিশ্চিত না ভারতেও একই রকম হবে কি না। কিন্তু হ্যাঁ, আমাদের দিক থেকে শিক্ষাটা নিচ্ছি আর সিরিজে মনোযোগ দিচ্ছি। দ্বিতীয় ম্যাচটা কয়েকদিন পরে, কোনো সন্দেহ নেই আমরা আবার একসঙ্গে হবো আর আজকের ব্যাপারে কথা বলবো। দেখবো কী কাজে আসে, এরপর একে-অন্যের সঙ্গে তথ্য ভাগাভাগি করবো বোলারদের সঙ্গে যেন তারা শনিবার ভালো করতে পারে",- যোগ করেন ফার্গুসন।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের