সংগৃহিত ছবি
তিউনিসিয়ার ওনস জাবেরের বিপক্ষে আজ উইম্বল্ডনের নারী এককের ফাইনালে মুখোমুখি হয়েছিল মারকেতা ভন্দ্রুসোভা। চেক প্রজাতন্ত্রের টেনিস তারকার সামনে হাতছানি ছিল ইতিহাস গড়ার। যথারীতি দাপট দেখিয়েছেন ভন্দ্রুসোভা।
জাবেরকে সরাসরি সেটে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে ইতিহাস গড়েন তিনি। ২৪ বছর বয়সী এই চেক তারকা প্রথম অবাছাই খেলোয়াড় হিসেবে উম্বলডন চ্যাম্পিয়ন হয়েছেন।
সেমিফাইনালে ইউক্রেনের সভিতোলিনাকে হারিয়ে ফাইনালে উঠে ইতিহাস গড়েন ভন্দ্রুসোভা। এর আগে অবাছাই নারী খেলোযাড় হিসেবে সবশেষ এমন কীর্তি গড়েন টেনিস কিংবদন্তি বিলি জিন কিং। ১৯৬৩ সালে ফাইনালে উঠলেও ভেনাস রোজওয়াটার ডিশটা হাতে নিতে পারেননি যুক্তরাষ্ট্রের বিলি জিন।
ইতিহাস গড়ে টেনিসের গ্র্যান্ড স্লামের মর্যাদাপূর্ণ উম্বলডনে প্রথম নারী অবাছাই খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন তকমা জুড়েছেন নিজের নামের পাশে।
এদিন গ্রাস কোর্টের লড়াইয়ে প্রথম সেটে শুরুতে ০-২ গেমে পিছিয়ে পড়েন ভন্দ্রুসোভা। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৬-৪ গেমে প্রথম সেট নিজের করে নেন চেক তারকা। দ্বিতীয় সেটে শুরুতে এগিয়ে যাওয়ার আভাস দিলেও পিছিয়ে পড়েন তিনি।
তবে ৬-৪ গেমে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জিতে নেন দ্বিতীয় সেট। সেই সঙ্গে উম্বলডনের কোর্টে নতুন ইতিহাস রচনা করে বনে গেছেন চ্যাম্পিয়ন।
রেডিওটুডে নিউজ/এসবি