নোভাক জোকোভিচ
নতুন উচ্চতায় উঠলেন টেনিসের জীবন্ত কিংবদন্তী নোভাক জোকোভিচ। প্যারিসে রোলাঁ গাঁরোয় ফাইনালে ৭-৬ (৭-১), ৬-৩, ৭-৫ গেমে জিতেই এ উচ্চতায় উঠলেন। রাফায়েল নাদালকে টপকে রোববার (১১ জুন) পুরুষ এককে সর্বোচ্চ (২৩টি) গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড করলেন তিনি।
কাসপের রুডের শুরুটা হয়েছিল দুর্দান্ত।প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করে ৩-০ গেমে এগিয়ে দারুণ কিছুরই আভাস দিয়েছিলেন তিনি। তার ওই দাপুটে পারফরম্যান্সের শুরুটা ওখানেই শেষ। সেখান থেকে অভিজ্ঞতার আলোকে ঘুরে দাঁড়ান নোভাক জোকোভিচ। শেষ পর্যন্ত সরাসরি সেটেই জিতে ফরাসি ওপেন ট্রফি উঁচিয়ে ধরলেন সাবেক নাম্বার ওয়ান তারকা।
চোটের কারণে ক্লে কোর্টের রাজা তার প্রিয় টুর্নামেন্টে অংশ নিতে পারেননি। এতে জোকোভিচের পথটা আরও সহজ হয়ে যায়। দারুণ ফর্মে ছিলেন তিনি, টানা ২০ ম্যাচ জয়ের আত্মবিশ্বাসে ফাইনাল খেলতে নেমে কখনও কোনো গ্র্যান্ড স্ল্যাম না জেতা প্রতিপক্ষকে অবশ্য কোনো সুযোগ দেয়নি তিনি।
রেডিওটুডে নিউজ/এসবি