৩-১ গোলে হেরেছে বার্সেলোনা
লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা রেলিগেশনের ঝুঁকিতে থাকা রিয়াল ভায়াদোলিদের কাছে অবিশ্বাস্যভাবে হেরে গেছে! ৩-১ গোলের বড় ব্যবধানেই হেরেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।মঙ্গলবার (২৩ মে) ভায়াদোলিদের মাঠে খেলতে নেমে ম্যাচের আগে বর্ণবাদী আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানান দুই দলের ফুটবলাররা।
সম্প্রতি রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিরুদ্ধে ‘র্যাসিস্ট, আউট অফ ফুটবল’ স্লোগানে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন তারা।
ম্যাচের শুরু থেকে অবশ্য নড়বড়ে ডিফেন্স ছিল বার্সার। সেই সুযোগে গোল পেতে স্বাগতিকদের কষ্ট করতে হয়নি তেমন। ম্যাচের মাত্র ৮২ সেকেন্ডে গোল পেয়ে যায় ভায়োদালোদি। এরপর আত্মবিশ্বাসী হয়ে ওঠা ভায়াদোলিদ পরের ১০ মিনিটে আরও কয়েকটি ভালো আক্রমণ পায়। বার্সেলোনার হয়ে রাফিনিয়ার কোনাকুনি শট গোলরক্ষককে পরাস্থ করতে পারেনি।
উল্টো সদ্য চ্যাম্পিয়নদের চমকে দিয়ে ২২তম মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন কাইল ল্যারিন। দুই গোল খেয়ে কিছুটা হুশ ফেরে বার্সার। এরপর তেতে ওঠে পরপর দুই মিনিটের মধ্যেই দারুণ সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি।
সেকেন্ড হাফেও ভায়াদোলিদ খেলতে থাকে আত্মবিশ্বাসের সঙ্গে। ম্যাচের ৭৩তম মিনিটে কাতালোনিয়া শিবিরের ঘুরে দাঁড়ানোর আশা যেন শেষ হয়ে যায়। দারুণ এক প্রতি-আক্রমণে স্কোরলাইন ৩-০ করেন স্বাগতিক দলের খেলোয়াড় প্লাতা।
পরাজয় যখন নিশ্চিত বার্সার, অবশেষে আগে ব্যবধান কিছুটা কমায় ৮৪ মিনিটে। ফ্রেংকি ডি ইয়ংয়ের থ্রু পাস থেকে বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে দারুণ শটে বল জালে পাঠান লেভান্ডফস্কি। শেষ পর্যন্ত এই ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ভায়োদোলেদি।
রেডিওটুডে নিউজ/এসবি