বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

Radio Today News

২৪ বছর পর দেশের মাটিতে হোয়াইটওয়াশ ভারত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:২৬, ৩ নভেম্বর ২০২৪

Google News
২৪ বছর পর দেশের মাটিতে হোয়াইটওয়াশ ভারত

দেশের মাটিতে তিন বা তার বেশি ম্যাচের টেস্ট সিরিজে এর আগে কখনোই হোয়াইটওয়াশ হয়নি ভারত। কিন্তু এবার মুম্বাইয়ের ওয়াংখেড়েতে তৃতীয় টেস্টে ভারতকে ২৫ রানে হারিয়ে ইতিহাস গড়েছে সফরকারী নিউজিল্যান্ড দল।

অবশ্য এর আগেও ভারত নিজেদের মাঠে হোয়াইটওয়াশ হয়েছিলো। কিন্তু সেটা আজ থেকে ২৫ বছর আগে। ১৯৯৯-২০০০ সালে, দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে হোয়াইটওয়াস করেছিল দক্ষিণ আফ্রিকা।

ওয়াংখেড়ে টেস্টের দ্বিতীয় দিন যেভাবে শেষ হয়, তাতে আশা করা যাচ্ছিলো ভারত ভালো কিছু করবে। তিন ম্যাচ টেস্ট সিরিজের অন্তত একটাতে জয় পাবে ভারত। কিন্তু ভারতের সামনে মাত্র ১৪৭ রানের লক্ষ্যটা যেন ছিল পাহাড় সমান! দ্বিতীয় সেশনে খেলতে নেমে মাত্র ১২১ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড ১ম ইনিংস: ২৩৫/১০ (মিচেল ৮২, ইয়াং ৭১; জাদেজা ৫/৬৫, সুন্দর ৪/৮১)।

ভারত ১ম ইনিংস: ২৬৩/১০ (গিল ৯০, পন্ত ৬০; এজাজ ৫/১০৩)।

নিউজিল্যান্ড ২য় ইনিংস: ১৭৪/১০ (ইয়াং ৫১, ফিলিপস ২৬; জাদেজা ৫/৫৫, অশ্বিন ৩/৬৩)।

ভারত ২য় ইনিংস : ১২১/১০ (পন্ত ৬৪, সুন্দর ১২; এজাজ ৬/৫৭; ফিলিপস ৩/৪২)।

ফল: নিউজিল্যান্ড ২৫ রানে জয়ী।

ম্যাচ সেরা:এজাজ প্যাটেল (১১উইকেট)।
সিরিজ: নিউজিল্যান্ড ৩-০ ব্যবধানে জয়ী।
সিরিজ সেরা: উইল ইয়াং (২৪৪ রান)।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের