মঙ্গলবার,

২২ এপ্রিল ২০২৫,

৯ বৈশাখ ১৪৩২

মঙ্গলবার,

২২ এপ্রিল ২০২৫,

৯ বৈশাখ ১৪৩২

Radio Today News

জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে বড় চমক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:০৩, ২০ এপ্রিল ২০২৫

Google News
জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে বড় চমক

সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে টস ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। আজ রোববার (২০ এপ্রিল) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া দুই টেস্ট সিরিজের প্রথমটিতে উইকেটে আছে ঘাসের ছোঁয়া। এমন উইকেটে বড় চমক হিসেবে একাদশে তিন পেসার রেখেছে বাংলাদেশ। গতিময় পেসার নাহিদ রানার সঙ্গে আছেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

নিয়মিত কিপার ব্যাটার লিটন দাস না থাকায় এই সিরিজে কিপিং গ্লাভস পেয়েছেন জাকের আলি অনিক। তিন পেসার রাখলেও দুইজন বিশেষজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজও রাখবেন ভূমিকা। মিরাজ অলরাউন্ডার হওয়ায় আট নম্বর পর্যন্ত ব্যাটার পাচ্ছে বাংলাদেশ। সফরকারী জিম্বাবুয়েও তাদের একাদশে রেখেছে তিন পেসার।

টস জিতে ব্যাট করার ব্যাট করার সিদ্ধান্ত সম্পর্কে শান্ত বলেন, উইকেট দেখে শক্ত মনে হয়েছে। বাউন্স ভালো কাজেই এই কন্ডিশনে ব্যাট করা হবে আদর্শ।

জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিনও বলেন টস জিতলে তারাও বেছে নিতেন ব্যাটিং। 

বাংলাদেশ একাদশ:

মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ এবং নাহিদ রানা।

জিম্বাবুয়ে একাদশ:

বেন কারান, ব্রায়ান বেনেট, নিল ওয়েলক, ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, ওয়েসল মাধভেরে, এনইয়াশা মায়াভু, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি এবং ভিক্টোর নিয়াউচি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের