বুধবার,

১৬ এপ্রিল ২০২৫,

৩ বৈশাখ ১৪৩২

বুধবার,

১৬ এপ্রিল ২০২৫,

৩ বৈশাখ ১৪৩২

Radio Today News

হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ নারী দল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:০৮, ১৫ এপ্রিল ২০২৫

Google News
হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ নারী দল

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে টানা তৃতীয় জয়ে উড়ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ পাকিস্তানের লাহোরে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে রেকর্ড সর্বোচ্চ ২৭৬ রান করে ৩৪ রানে জয় পেয়েছে নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি।

এই জয়ে বড় অবদান অধিনায়ক নিগার সুলতানার ঝড়ো ইনিংস। তিনি খেলেন ৫৯ বলে ১১টি চারের সাহায্যে ৮৩ রানের দুর্দান্ত ইনিংস। এছাড়া ব্যাট হাতে শারমিন আক্তার ও ফারজানা হক পিংকি করেন যথাক্রমে ৫৭ রান করে।

বল হাতে চমৎকার নৈপুণ্য দেখান নাহিদা আক্তার, যিনি ১০ ওভারে মাত্র ৪০ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন।

এর আগে, প্রথম ম্যাচে ১৭৮ রানে থাইল্যান্ডকে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ২ উইকেটে আয়ারল্যান্ডকে পরাজিত করে।

মঙ্গলবার পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে  স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

আগে ব্যাট করতে নেমে নিগার সুলতানার ব্যাটিং তাণ্ডব আর শারমিন আক্তার ও ফারজানা হক পিংকিং ফিফটিতে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ। 

আজ বাংলাদেশ করে ৬ উইকেটে ২৭৬ রান। এর আগে চলতি আসরে থাইল্যান্ডের বিপক্ষে ২৭১ রান করে ছিল নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি। আজ সেই রেকর্ড ছাড়িয়ে যায়।

৩০০ বলে ২৭৭ রানের টার্গট তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪২ রানের বেশি করতে পারেনি স্কটল্যান্ড। দলের হয়ে  ৬১ বলে ৬৩ রান করেন প্রিয়নাজ চ্যাটার্জি। ৭৪ বলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৬৩ রান করে অপরাজিত ছিলেন রাচেল স্লেটার। ৪২ রান করেন সারাহ ব্রাইস।

বাংলাদেশের ৩৪ রানের জয়ে নাহিদা আক্তার বল হাতে ১০ ওভারে ৪০ রানে ৪ উইকেট শিকার করেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের