রোববার,

১৩ এপ্রিল ২০২৫,

৩০ চৈত্র ১৪৩১

রোববার,

১৩ এপ্রিল ২০২৫,

৩০ চৈত্র ১৪৩১

Radio Today News

ইনজুরিতে ছিটকে গেলেন লিটন দাস, পিএসএল ছাড়াই দেশে ফিরছেন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১০, ১২ এপ্রিল ২০২৫

Google News
ইনজুরিতে ছিটকে গেলেন লিটন দাস, পিএসএল ছাড়াই দেশে ফিরছেন

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথমবার খেলার সুযোগ পেয়ে দারুণ রোমাঞ্চিত ছিলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। তবে শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল তার পিএসএল যাত্রা। অনুশীলনের সময় আঙুলে হেয়ারলাইন ফ্র্যাকচার হওয়ায় তিনি পুরো আসর থেকে ছিটকে গেছেন এবং দেশে ফিরছেন পুনর্বাসনের জন্য।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরি বিষয়টি নিশ্চিত করে বলেন, “লিটনের থাম্বে আঘাত লেগেছে, এখন দেশে ফিরছে। চূড়ান্ত বিশ্লেষণ দেশে ফেরার পর জানা যাবে।”

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিটন লেখেন, “আমি করাচি কিংসের হয়ে পিএসএলে খেলার জন্য অনেক রোমাঞ্চিত ছিলাম। কিন্তু ভাগ্যে অন্য কিছু লেখা ছিল। অনুশীলনে আঙুলে চোট পেয়েছি। স্ক্যান রিপোর্টে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়েছে। চিকিৎসকরা বলছেন অন্তত ২ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।”

তিনি আরও যোগ করেন, “দুঃখজনকভাবে আমার পিএসএল অভিষেক আর হলো না। আমি দেশে ফিরে যাচ্ছি এবং দ্রুত সেরে উঠতে আপনাদের দোয়া কামনা করছি। করাচি কিংসের জন্য শুভকামনা রইল।”

এদিকে, গত ১১ এপ্রিল থেকে শুরু হয়েছে পিএসএলের দশম আসর। লিটনের দল করাচি কিংস আজ (শনিবার) রাতে মুলতান সুলতান্সের বিপক্ষে মাঠে নামবে। তবে ইনজুরির কারণে লিটন থাকছেন না স্কোয়াডে।

ড্রাফট থেকে এবার পিএসএলে তিন বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেয় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি— লিটন দাস (করাচি কিংস, সিলভার ক্যাটাগরি), রিশাদ হোসেন (লাহোর কালান্দার্স), নাহিদ রানা (পেশোয়ার জালমি, গোল্ডেন ক্যাটাগরি)

বিসিবি লিটন ও রিশাদকে শুরু থেকেই পুরো টুর্নামেন্টের জন্য এনওসি দিলেও, নাহিদ রানা ২০ এপ্রিল শুরু হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে পিএসএলে যোগ দেবেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের