বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

Radio Today News

২১ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন যুব বিশ্বকাপ জয়ী ওপেনার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:২২, ১২ ফেব্রুয়ারি ২০২৫

Google News
২১ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন যুব বিশ্বকাপ জয়ী ওপেনার

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম অর্জন ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। সেই শিরোপাজয়ী দলের গর্বিত সদস্য ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল। তবে ক্রিকেট ক্যারিয়ারে প্রত্যাশিত ছন্দ ধরে রাখতে পারেননি তিনি। শারীরিক ফিটনেসের সঙ্গে দীর্ঘদিন লড়াই চালানোর পর সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি। 

বুধবার ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন খুলনার এই ক্রিকেটার। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মাঠে খেলা চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাচ্ছিল তার। গত ছয় মাস ধরে অবসরের ব্যাপারে ভাবছিলেন তিনি। অবশ্য তিন মাস আগেই বিষয়টি নির্বাচকদের জানিয়েছিলেন নাবিল।

সম্প্রতি দেশের ঘরোয়া ক্রিকেটে খেলে গেলেও ধারাবাহিকতা রক্ষা করতে পারেননি নাবিল। ব্যাট হাতে ফর্মে ফেরার চেষ্টার মাঝেই তিনি ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পড়াশোনা চালিয়ে যাচ্ছেন এই তরুণ ব্যাটার। নিয়মিত ক্লাস-পরীক্ষাতেও অংশ নিচ্ছেন।

শেষবার ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে মাঠে নেমেছিলেন নাবিল। এর আগে ২০২৩ সালে বিসিএলে দক্ষিণাঞ্চল এবং খুলনা বিভাগের হয়ে এনসিএলে খেলেন তিনি। প্রথম শ্রেণির ৭ ম্যাচে ৩০৫ রান এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৮ ম্যাচে ৬৩৩ রান করেছেন এই বাঁ-হাতি ওপেনার। 

প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সম্ভাবনার ঝলক দেখালেও, শারীরিক অসুস্থতার কারণে ক্রিকেটকে বিদায় জানাতে হলো ২১ বছর বয়সী এই ওপেনার ব্যাটারকে। 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের