বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

Radio Today News

নারী ক্রিকেটার সোহেলি পাঁচ বছর নিষিদ্ধ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:০৫, ১১ ফেব্রুয়ারি ২০২৫

Google News
নারী ক্রিকেটার সোহেলি পাঁচ বছর নিষিদ্ধ

ম্যাচ গড়পেটার অভিযোগ বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

২০২৩ সালে বাংলাদেশ নারী ক্রিকেটাররা যখন দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন, ওই সময় দলের বাইরে থেকে সতীর্থদের ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন সোহেলি। 

অভিযোগ মেনে নেওয়া সোহেলির সাজা কার্যকর হবে ১০ ফেব্রুয়ারি থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য। এই সময় তিনি ক্রিকেট সংশ্লিষ্ট সব ধরনের কাজে নিষিদ্ধ থাকবেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, সোহেলি খেলোয়াড়বিধির মোট পাঁচটি নিয়ম লঙ্ঘণ করেছেন। 

২০২৩ সালে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার পর অবশ্য নিজেই সেটি স্বীকার করেছিলেন সোহেলি। ওই সময় তিনি জানান, আকাশ নামের এক জুয়াড়ির কাছ থেকে তিনি প্রস্তাব পান। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে কেবল মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে চেয়েছিলেন তিনি। 

বাংলাদেশের হয়ে দুটি আন্তর্জাতিক ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৬ বছর বয়সী এই স্পিনার।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের