ঘরের মাঠে টস হেরে খেলতে নেমে দর্শকদের মন ভরে দিলো সিলেট স্ট্রাইকার্স, নিজেরাও ফিরল আপন শক্তিতে। মিরপুরে নিজেদের প্রথম ম্যাচে ১২১ রান করা দলটি সোমবার (৬ জানুয়ারি) দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষেই তুলেছে ৪ উইকেটে ২০৫ রান। ফিফটি হাঁকিয়েছেন ওপেনার রনি তালুকদার ও তিনে নামা জাকির হাসান।
স্বাগতিকদের পাহাড় সমান স্কোর দাঁড় করানোর পরের কৃতিত্ব জাকের আলী ও অ্যারন জোনসের। পঞ্চম উইকেটের জুটিতে ৯ বলে ৩৪ রান তুলেছেন তারা। টানা চতুর্থ জয় তুলে নিতে টেবিলটপার রংপুরকে করতে হবে ২০৬ রান।
মিরপুরে নিজেদের প্রথম ম্যাচে রংপুরের কাছে হারের পর সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রতিশোধ নেয়ার ম্যাচ খেলতে নামে সিলেট। বিপিএলের সিলেট পর্বের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা সিলেটের শুরুটাও দারুণ হয়।
স্বাগতিকদের উদ্বোধনী জুটিতে ৪৭ রান তোলেন দুই ওপেনার রনি ও জর্জ মুন্সে। ১২ বলে ১৮ রান করে মুন্সে সাজঘরে ফেরত গেলেও রনি হাঁকান ঝোড়ো ফিফটি। ৭ চার আর ৩ ছক্কায় তোলেন ৩২ বলে ৫৪ রান।
তৃতীয় উইকেটে পল স্টারলিংয়ের সঙ্গে কিছুটা ধীরগতির জুটি (৩১ বলে ৩৬) করেন জাকির। ১৬ বলে ১৬ রান করে আউট হন স্টারলিং। চতুর্থ উইকেটে জোনসকে নিয়ে রানের গতি বাড়ানোর সঙ্গে ফিফটিও তুলে নেন জাকির। ৩৮ বলে ৫০ রান (৪ ছক্কা) সাজঘরে ফেরত যান বাঁহাতি ব্যাটার।
এরপরই খেল দেখান জাকের আলী ও জোনস। ১৯ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন জোনস আর ৫ বলে ৩ ছক্কায় ২০ রান করেন জাকের। এতেই ২০০ পেরিয়ে যায় সিলেট।
রংপুরের হয়ে ৩১ রানে ২ উইকেট শিকার করেন মোহাম্মদ সাইফুদ্দিন। একটি করে উইকেট নেন মেহেদী হাসান ও আকিফ জাভেদ।
রেডিওটুডে নিউজ/আনাম