দীর্ঘদিন ধরে জাতীয় দলে নেই তামিম ইকবাল। গুঞ্জন রয়েছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে লাল-সবুজ জার্সি গায়ে দেখা যাবে দেশসেরা এই ওপেনারকে। যদিও এখনও তা নিশ্চিত না। এমনকি বিসিবিও তামিমের ফেরা নিয়ে কোনো স্পষ্ট বার্তা দিতে পারেনি।
তবে এরই মাঝে চাঞ্চল্যকর একটি মন্তব্য শোনা গেছে তামিমের কাছে থেকে। পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদি অবসর প্রসঙ্গে জিজ্ঞেস করলে তামিম বলেন, ‘জাতীয় দলে আর খেলছি না।’
আগে থেকেই শহীদ আফ্রিদি নিজের ইউটিউবে ভ্লগ প্রকাশ করে আসছেন। শুক্রবার (৩ জানুয়ারি) তেমনই একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। যেখানে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবির সঙ্গে আফ্রিদিকে নৈশভোজ করতে দেখা যায়। পাশে বসে ছিলেন তামিম এবং শাহিন আফ্রিদিও।
এরই মাঝে আফ্রিদি তামিমকে জিজ্ঞেস করেন, ‘তামিম, তুমি কি পুরোপুরি অবসর নিয়ে ফেললে? (আন্তর্জাতিক ক্যারিয়ার) শেষ?’ জবাবে বলেন,‘জাতীয় দল থেকে…জাতীয় দলে আর খেলছি না।’
তামিমও আফ্রিদিকে জিজ্ঞেস করেন— তার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা আছে কি না! জবাবে পাক কিংবদন্তি মজা ও খোঁচা দিয়ে বলেন, ‘আরে তোমাদের অবস্থা তো দেখতেছি, আমি (রাজনীতিতে) আসতেছি না।’ তখন সবাই সমস্বরে হেসে ওঠেন।
এবারের বিপিএলে ফরচুন বরিশালকে নেতৃত্ব দিচ্ছেন তামিম। তার দলেই খেলছেন নবি ও শাহিন আফ্রিদি। অন্যদিকে চিটাগাং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশের এসেছেন শহীদ আফ্রিদি।