রোববার,

০৫ জানুয়ারি ২০২৫,

২১ পৌষ ১৪৩১

রোববার,

০৫ জানুয়ারি ২০২৫,

২১ পৌষ ১৪৩১

Radio Today News

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়েছেন শান্ত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৩৯, ২ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৩:৪২, ২ জানুয়ারি ২০২৫

Google News
টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়েছেন শান্ত

ওয়েস্ট উইন্ডিজে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ইনজুরির কারণে ছিলেন না নাজমুল হোসেন শান্ত। বদলি হিসেবে অধিনায়কত্বের দায়িত্বভার উঠেছিল লিটন দাসের কাঁধে। শেষ সিরিজে না খেলা শান্ত এবার টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

বিসিবির সাথে চুক্তি অনুযায়ী ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলানোর কথা ছিল নাজমুল হোসেন শান্তর। তবে আনুষ্ঠানিকভাবে সেই চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এরইমধ্যে কয়েকটি গণমাধ্যমে খবর এসেছে, সংক্ষিপ্ত ফরম্যাটে ক্যাপ্টেন্সি ছাড়ছেন শান্ত।

আদতেই এমন কোনো আলোচনা কি হয়েছে বোর্ডের সঙ্গে? এমন প্রশ্নে শান্ত জানান, না। নিকট অতীতে অধিনায়কত্ব ছাড়া নিয়ে বোর্ডের সঙ্গে কোনো কথাই হয়নি। তবে বলেন, একটা সময়ে তিনি তিন ফরম্যাটের দায়িত্ব ছাড়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন। এরপরে সেটা নিয়ে আর আলাপ এগোয়নি।

বিসিবি সভাপতি তার সঙ্গে বসতে চেয়েছেন এবং শান্ত পজেটিভ আছে কিনা জানতে চেয়েছিলেন। শান্তও হ্যাঁ সূচক উত্তর দিয়েছেন বলে জানিয়েছেন।

তবে, হঠাৎই বিভিন্ন গণমাধ্যমে টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব ছাড়ার খবর প্রকাশ হওয়ায় কিছুটা অবাক হয়েছেন শান্ত। কোন সূত্রে এমন খবর ছড়াচ্ছে, তাও সাংবাদিকের কাছে জানতে চান তিনি। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের