বিপিএলের সূচি ঘোষণা করা হয়েছে অনেক আগে। ফ্র্যাঞ্চাইজিগুলো সেভাবে প্রস্তুতিও নিয়েছে খেলার জন্য। তবে সাত ফ্র্যাঞ্চাইজি অধিনায়কের নাম ঘোষণা করতে শেষ সময় পর্যন্ত অপেক্ষায় রাখল। ম্যাচের আগের দিন চূড়ান্ত হলো কে কোন দলের অধিনায়ক।
চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল প্লেয়ার ড্রাফটের আগেই তামিম ইকবালকে অধিনায়ক ঘোষণা করেছিল। নুরুল হাসান সোহানের নেতৃত্বে গ্লোবাল টি-২০ টুর্নামেন্ট খেলে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স।
বাকি পাঁচ দলের অধিনায়কের নাম ঘোষণা হয়েছে রোববার। ঢাকা ক্যাপিটালস থিসারা পেরেরাকে অধিনায়ক করেছে। মেহেদী মিরাজের হাতে নেতৃত্ব তুলে দিয়েছে খুলনা টাইগার্স। দুর্বার রাজশাহীর অধিনায়ক করা হয়েছ এনামুল হক বিজয়কে। চট্টগ্রাম কিংসের নেতৃত্বে থাকছেন মোহাম্মদ মিঠুন। সিলেট স্ট্রাইকার্স আরিফুল হককে দায়িত্ব দিয়েছে।
এনসিএল টি-২০তে আকবর আলী রংপুর বিভাগকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছেন। তিনি দুর্বার রাজশাহীর দলে থাকলেও অভিজ্ঞতায় এগিয়ে থাকা এনামুলকে নেতৃত্বভার দেওয়া হয়েছে। দায়িত্ব পাননি পেসার তাসকিন আহমেদও। মুশফিক, মাহমুদউল্লাহ ও তাওহীদ হৃদয়রা আছেন ফরচুন বরিশালে। যে কারণে তাদেরও নেতৃত্বে দেখা যাবে না।
ওয়েস্ট ইন্ডিজে দলকে নেতৃত্ব দিয়ে টি-২০ সিরিজ জিতেছেন লিটন দাস। ঢাকায় হয়ে চুক্তি করা এই ব্যাটারকে অধিনায়ক না করে নেতৃত্বভার দেওয়া হয়েছে থিসারা পেরেরাকে। অবশ্য ব্যাট হাতে লিটন অফ ফর্মে থাকায় তাকে নির্ভার রাখতে থিসারাকে দায়িত্ব দেওয়া হয়ে থাকতে পারে।