বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুম শুরু হতে আর বেশি দেরি নেই। দলগুলো ব্যস্ত সময় পার করছে তাদের প্রস্তুতির শেষ পর্যায়ে। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালও এর ব্যতিক্রম নয়। ঢাকার পুবেরগাঁওয়ে নিজেদের প্রস্তুতি শিবির শুরু করেছে দলটি। এরই মধ্যে তাদের বিদেশি তারকারাও যোগ দিতে শুরু করেছেন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে ঢাকায় পৌঁছেছেন এবারের বিপিএলের অন্যতম আকর্ষণীয় দুই তারকা পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি এবং ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স। তাদের আগমন নিশ্চিত করেছে ফরচুন বরিশালের অফিসিয়াল ফেসবুক পেজ।
এছাড়া, বরিশালের দলে ইতোমধ্যে যোগ দিয়েছেন মোহাম্মদ নবী এবং ফাহিম আশরাফ। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী শনিবার (২৮ ডিসেম্বর) অনুশীলনে ব্যাটিং এবং বোলিং উভয়ই করেছেন।
তবে শাহিন শাহ আফ্রিদিকে পুরো মৌসুমে পাওয়া যাবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে ৩০ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত খেলার অনুমতি দিয়েছে। অন্যদিকে, পাকিস্তানি ক্রিকেটার ফাহিম আশরাফ এবং ইমরান খান জুনিয়র পুরো বিপিএল জুড়ে খেলার জন্য পিসিবির থেকে অনাপত্তিপত্র পেয়েছেন।
রেডিওটুডে নিউজ/আনাম