রোববার,

২২ ডিসেম্বর ২০২৪,

৮ পৌষ ১৪৩১

রোববার,

২২ ডিসেম্বর ২০২৪,

৮ পৌষ ১৪৩১

Radio Today News

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:০৯, ২০ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৮:০৯, ২০ ডিসেম্বর ২০২৪

Google News
অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

অনুর্ধ্ব ১৯ নারী এশিয়া কাপের সেমিফাইনালে নেপালকে ৯ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ। সেই সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রেখেছে বাঘিনীরা। শিরোপা জেতার লক্ষ্যে আগামী ২৩ ডিসেম্বর লাল সবুজের দলের প্রতিপক্ষ প্রতিবেশী দেশ ভারত।

দুবাইতে অনুষ্ঠিত সবশেষ ছেলেদের যুব এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। সে টুর্নামেন্টেও আজিজুল হাকিম তামিমদের প্রতিপক্ষ ছিল ভারত। এবার সুমাইয়া অ্যান্ড কোং তামিমদের মতো একই কাজ করে দেখাতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে বৃষ্টি বিঘ্ন ঘটানোয় পুরো ২০ ওভার খেলা হয়নি। ম্যাচের আয়ূ কমে নেমে আসে ১১ ওভারে। যেখানে আগে ব্যাট করে সবকটি ওভার শেষে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৫৪ রান তোলে নেপাল।

জবাবে ৯.৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। বাংলার মেয়েদের হয়ে ২৬ বলে সর্বোচ্চ ৩২ রান করেন ফাহমিদা ছোঁয়া। তিনটি বাউন্ডারি মারেন তিনি। জেতেন ম্যাচসেরার পুরস্কার।

এর আগে নেপালের হয়ে সর্বোচ্চ ১১ রান করেন সাবিত্রি ধামি। বাংলাদেশের হয়ে ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সোভা, ছোঁয়া ও হাবিবা ইসলাম নেন একটি করে উইকেট।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের