রোববার,

২২ ডিসেম্বর ২০২৪,

৮ পৌষ ১৪৩১

রোববার,

২২ ডিসেম্বর ২০২৪,

৮ পৌষ ১৪৩১

Radio Today News

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:০৬, ২০ ডিসেম্বর ২০২৪

Google News
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল গ্রাউন্ডে অনুষ্ঠিত শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস।

এর আগে টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার লক্ষ্য হোয়াইটওয়াশ করা।

লিটন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে বলেছেন, ‘ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট মনে হচ্ছে। এই দলটির অধিনায়কত্ব করতে পেরে খুব ভালো লাগছে। উপভোগ করছি। আমরা সিরিজ জিতেছি। কিন্তু ভালো একটি দলের বিপক্ষে এটি আরেকটি ম্যাচ। আমরা দল হিসেবে পারফর্ম করতে চাই।’

বাংলাদেশ একাদশ-

লিটন দাস (উইকেটকিপার ও অধিনায়ক), শামীম হোসেন, তানজিদ হাসান, পারভেজ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান, মেহেদী হাসান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ-

ব্রান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোমারিও শেফার্ড, রোস্টন চেজ, জেইডেন সিলস, গুড়াকেশ মোতি, আলজারি জোসেফ, ও ওবেদ ম্যাকয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের