চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। এই সফরকে সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।
এই দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন গ্যাবি লুইস। পুর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে এটাই প্রথম সফর তার। এ ছাড়া দলের বাকি ক্রিকেটাররাও বেশ তরুণ। এই দলটির গড় বয়স ২৩!
এদিকে কয়েকদিন আগেই আইরিশদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন এই সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে দুই ভেন্যুতে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সঙ্গে থাকছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামও। ওয়ানডে সিরিজের সব ম্যাচই রাখা হয়েছে মিরপুরে।
২৭ নভেম্বর থেকে ৯ ডিসেম্বরের মধ্যে খেলা হবে সিরিজটি। এই সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি রয়েছে। ওয়ানডে সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ।
আয়ারল্যান্ড নারী স্কোয়াড: গ্যাবি লুইস, আভা কানিং, ক্রিশ্চিনা কোল্টার রেইলি, লরা ডিলানি, সারাহ ফোরবেস, অ্যামি হান্টার, আরলিন কেলি, অ্যাইমি মাগুইরে, জেন মাগুইরে, কারা মুরায়, লেয়াহ পল, ওরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোয়, ফ্রেয়া সারগেন্ট এবং অ্যালিস টেক্টর।