রোববার,

৩০ জুন ২০২৪,

১৭ আষাঢ় ১৪৩১

রোববার,

৩০ জুন ২০২৪,

১৭ আষাঢ় ১৪৩১

Radio Today News

ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৩৩, ২৭ জুন ২০২৪

Google News
ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা

প্রথমবারের মতো টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠলো দক্ষিণ আফ্রিকা। আজ বৃহস্পতিবার (২৭ জুন) আফগানিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে প্রোটিয়ারা।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ৫৬ রানেই অলআউট হয় আফগানিস্তান। টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড এখন এটি। আর সেই রান তাড়ায় নেমে ৫৩ বলেই লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। তুলে নেয় ৯ উইকেটের বিশাল জয়।

লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ৫ রানে ওপেনার কুইন্টন ডি কককে হারায় দক্ষিণ আফ্রিকা। ৫ রান করে ফজল হক ফারুকির বলে বোল্ড হন তিনি। এরপর আরেক ওপেনার রিজা হেনড্রিকস অধিনায়ক আইডেন মারক্রামকে নিয়ে ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন। দুজনেই থাকেন অপরাজিত। ২৫ বলে ২৯ রান করেন হেনড্রিকস। ২১ বলে ২৩ রান আসে মারক্রামের ব্যাট থেকে।

এর আগে, সেমিফাইনালে টসে জিতে আগে ব্যাট নিয়েই যেন বড় ভুল করে ফেলেছিলেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। ফ্রেশ উইকেটে ১১ ওভার ৫ বলেই দলের অলআউট হয়ে যাওয়া অন্তত তাই বলে।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে আফগানিস্তান প্রথম উইকেট হারায় ৪ রানে। উড়ন্ত ফর্মে থাকা রহমানুল্লাহ গুরবাজ ফেরেন খালি হাতেই। এরপরেই লাগে মড়ক। সবাই নামেন আসা যাওয়ার মিছিলে। আফগানদের মধ্যে দুই অংকের দেখা পেয়েছেন কেবল আজমতুল্লাহ ওমরজাই। সর্বোচ্চ ১০ রান করেন তিনি।

নতুন বলে দ্রুত ৩ উইকেট তুলে আফগানদের ভিত নাড়িয়ে দিয়েছিলেন মার্কো ইয়ানসেন। এরপর কাগিসো রাবাডা, আনরিখ নর্কিয়া এবং তাবরাইজ শামসিরা বাকি ক্ষতিটা করেন রশিদ-নবীদের। ইয়ানসেন-শামসি তিনটি এবং রাবাডা-নর্কিয়া দুটি করে উইকেট পকেটে পুরেছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের