মঙ্গলবার,

০২ জুলাই ২০২৪,

১৭ আষাঢ় ১৪৩১

মঙ্গলবার,

০২ জুলাই ২০২৪,

১৭ আষাঢ় ১৪৩১

Radio Today News

এক দশকে ম্যাগনিটো ডিজিটাল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৮:১৪, ২ জুন ২০২৪

Google News
এক দশকে ম্যাগনিটো ডিজিটাল

দেশের অন্যতম ডিজিটাল মিডিয়া এজেন্সি ‘ম্যাগনিটো ডিজিটাল এই মাসে ১১ বছর পূর্তি উদযাপন করছে। সময়টা তখন ২০১৩ সাল, মাত্র ৮ জনের ক্রিয়েটিভ টিম আর ৮টি ক্লায়েন্ট নিয়ে ঢাকার এফআর টাওয়ারে ম্যাগনিটোর যাত্রা শুরু হয়। বর্তমানে তাদের অ্যাকটিভ ক্লায়েন্টের সংখ্যা ৩৫, যাদেরকে সেবা দিতে প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে ম্যাগনিটোর ৮৮ জন ক্রিয়েটিভ রিসোর্স। অবিস্মরণীয় এই ১১ বছরে ম্যাগনিটো কাজ করেছে ১০৮টি ব্র্যান্ডের জন্য, যার মধ্যে রয়েছে বিকাশ, গ্রামীণফোন, বিঞ্জ, ফ্রেশ, বিডি টিকিট, উবার, সুজুকি, ইউএসএআইডি, নেসলে, বিএটি, পুমা, হুয়াওয়ে, ইউনিলিভার, শেভরন, মার্সিডিজ-বেঞ্জ। গ্রামীণফোনের সাথে ৮ বছরের পার্টনারশিপ ম্যাগনিটোর কঠোর পরিশ্রম, ডেডিকেশন ও কমিটমেন্টের প্রমাণ। দেশের এক নাম্বার ব্র্যান্ড বিকাশ ও ম্যাগনিটো একসাথে কাজ করছে প্রায় ৪ বছর ধরে। নিজেদের ক্রিয়েটিভ, ইনোভেটিভ ও ইমপ্যাক্টফুল মার্কেটিং ক্যাম্পেইনের জন্য ম্যাগনিটো অর্জন করছে ৭০টি ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। ম্যাগনিটো ডিজিটালের ব্যবস্থাপনা পরিচালক, মুনাজের এ চৌধুরী বলেছেন, “দুর্দান্ত টিম ও বিশ্বস্ত ক্লায়েন্টদের সাথে আমাদের ১১ বছরের জার্নিটা অসাধারণ! সময়ের সাথে তাল মিলিয়ে অ্যাডভার্টাইজিংয়ে নতুন মাত্রা যোগ করতে আমরা সবসময়ই প্রস্তুত।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের