মঙ্গলবার,

২৯ এপ্রিল ২০২৫,

১৬ বৈশাখ ১৪৩২

মঙ্গলবার,

২৯ এপ্রিল ২০২৫,

১৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

হজ ফ্লাইট শুরু, ৩৯৮ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল প্রথম ফ্লাইট

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৩০, ২৯ এপ্রিল ২০২৫

Google News
হজ ফ্লাইট শুরু, ৩৯৮ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল প্রথম ফ্লাইট

৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রথম হজফ্লাইট। সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ২টা ২০ মিনিটে বাংলাদেশি হজযাত্রী বহনকারী প্রথম ফ্লাইট (এসভি-৩৮০৩) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজ ফ্লাইট-২০২৫ উদ্বোধন করেন সোমবার সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে। এরপর উপদেষ্টা হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি হজযাত্রীদেরকে সৌদি আরবের আইন-কানুন মেনে চলতে অনুরোধ জানান। পাশাপাশি দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে বিরত থাকতেও এসময় তিনি হজযাত্রীদের অনুরোধ জানান।

প্রথম দিনে মোট ১০টি ফ্লাইটে চার হাজার ১৮০ জন হজযাত্রী সৌদি যাবেন। এর মধ্যে আটটি ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং দুটি ফ্লাইট মদিনায় প্রিন্স মুহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এ বছর তিনটি এয়ারলাইন্স ২৩২টি প্রাক-হজ ফ্লাইটের মাধ্যমে এ দেশের হজযাত্রী পরিবহন করবে। বাংলাদেশ বিমান ১১৮টি প্রাক-হজ ফ্লাইটে ৪৪ হাজার ৩০৭ জন, সাউদিয়া ৮০টি ফ্লাইটে ৩২ হাজার ৭৪০ জন ও ফ্লাইনাস ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ৬৫ জন হজযাত্রী পরিবহন করবে।

উল্লেখ্য, আগামী ৩১ মে প্রাক-হজ ফ্লাইট শেষ হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ১০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে হজ। বাংলাদেশ থেকে এ বছর মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। তাদের মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি মাধ্যমে এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি মাধ্যমে যাবেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের