রোববার,

২৭ এপ্রিল ২০২৫,

১৩ বৈশাখ ১৪৩২

রোববার,

২৭ এপ্রিল ২০২৫,

১৩ বৈশাখ ১৪৩২

Radio Today News

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতের সময় নির্ধারণ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১৯, ২৬ এপ্রিল ২০২৫

Google News
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতের সময় নির্ধারণ

রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় ঈদগাহের পরিবর্তে সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

সম্প্রতি ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্ব ঈদ-উল-আজহা উদযাপন নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তাদের প্রিয় বস্তু অর্থাৎ পশু কোরবানি করে থাকেন। ঈদুল আজহার দিন ঈদগাহ ও মসজিদে মুসল্লিরা দুই রাকাত ঈদের ওয়াজিব নামাজ আদায় করেন।

প্রধান জামাত ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। প্রধান জামাতে সাধারণত রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য, কূটনীতিকসহ সব স্তরের মানুষ অংশ নিয়ে থাকেন।

জিলহজ্জ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন (সম্ভাব্য) দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে বলে জানানো হয় ঈদ-উল-আজহা উদযাপন নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায়।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের