সরকারিভাবে দুটি এবং বেসরকারিভাবে একটি সাধারণ হজ প্যাকেজের ঘোষণা দিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়। আজ বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
ঘোষিত হজ প্যাকেজে এবার বেশ কমেছে খরচ। আগামী বছরের সাধারণ হজ প্যাকেজ-১ এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। গতবারের তুলনায় যা কমেছে ১ লাখ ৯ হাজার ১৪৫ টাকা। এদিকে, সাধারণ হজ প্যাকেজ-২ এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।
গতবারের তুলনায় বেসরকারিভাবেও হজের খরচ কমেছে। ১ লাখ ৬ হাজার ৬৪৪ টাকা টাকা কমিয়ে বেসরকারিভাবে সাধারণ হজ প্যাকেজের মূল্য করা হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।