শুক্রবার,

২৫ এপ্রিল ২০২৫,

১২ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

২৫ এপ্রিল ২০২৫,

১২ বৈশাখ ১৪৩২

Radio Today News

রোগ থেকে মুক্তির দোয়া

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৪৯, ১৬ জুন ২০২৩

Google News
রোগ থেকে মুক্তির দোয়া

রোগ থেকে মুক্তির দোয়া

মহান রাব্বুল আলামিন পবিত্র কুরআন মাজীদ নাযিল করেছেন বিশ্বের সকল মানবজাতির কল্যাণের জন্য। মানবজাতির জীবনে এমন কোন কিছুই ঘটবে না যার ব্যাখ্যা কোরআনে নেই।

পবিত্র কুরআন মাজীদে এমন কিছু বানী কিংবা আয়াত রয়েছে যা মানুষের রোগ মুক্তি বা শিফা হিসেবে কাজ করে। তাই মানুষের জন্য কল্যাণকর হলো কোরআনের ওইসব আয়াত পাঠ করার মাধ্যমে আল্লাহর নিকট মুক্তির জন্য প্রার্থনা করা এবং কুরআন মাজিদের প্রত্যেকটি আয়াতের ওপর আস্থা ও বিশ্বাস রেখে তার ওপর আমল করা।

কোরআন মাজিদের সকল সূরা গুলোর মধ্যে একটু বিশেষ সূরা হলো সূরা ফাতিহা। বিসমিল্লাহ সহ কুরআনের এই প্রথম সুরাটি পাঠ করা রোগমুক্তির সবচেয়ে উপকারী আমল হিসেবে পরিচিত। শুধু 'সূরা ফাতিহা' নয় এছাড়াও কুরআনে আরও এমন কিছু আয়াত উল্লেখ করেছেন যেগুলো রোগ মুক্তির আমল হিসেবে গণ্য করা হয়।

কোরআন মাজিদের উল্লেখিত সকল আয়াতগুলোর মধ্যে বহু পাঠ্য দুটি আয়াত বা আমল করার মাধ্যমে কোন রোগাক্রান্ত ব্যক্তি শিফা লাভ করতে পারে। যা উল্লেখ করা হলো নিম্নে :
১. উচ্চারণ -- ওয়া ইজা মারিদ তু ফাহুয়া ইয়াশফি - নি।

অর্থ -- যখন আমি রোগাক্রান্ত হই তখন তিনি ( আল্লাহ ) আরোগ্য দান করেন। (সূরা শুয়ারার - ৮০)

২. ওয়ান ওনার জিল্লু মিনাল কুরআনি মাহুয়া শিফাউ ও ওয়া রহমাতুললিল মুমিনি - ন।
অর্থ -- আমি ( আল্লাহ ) কুরআনে এমন কিছু নাযিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত। (সূরা বনি ইসলাইল - ৮২)

উপর্যুক্ত আয়াতগুলো পাঠ করে অসুস্থ ব্যক্তির গায়ে ফু দিলে কিংবা পানিতে ফু দিয়ে সে পানি রোগীকে পান করালে মহান রাব্বুল আলামিন তাকে সব ধরনের রোগ বালাই থেকে মুক্তি দেবেন।ইনশাআল্লাহ।

বিশ্বের সকল মুসলিম উম্মাহের উচিত মহান রাব্বুল আলামিন এবং তার নাযিলকৃত কুরআন মাজিদের সকল আয়াতসমূহের উপর বিশ্বাস স্থাপনের মাধ্যমে তার নিকট সাহায্য প্রার্থনা করা। মহান রাব্বুল আলামিন বিশ্বের সকল মুসলিম উম্মাহকে কুরআন মাজিদের সকল আয়াত সমূহ পাঠের তাওফিক দান করুন।
(আমিন।)

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের