ছবি: রেডিও টুডে
কুড়িগ্রামে শীতের সাথে পাল্লা দিয়ে ঝরছে বৃষ্টি। মাঘের হাড় কাঁপানো শীতের মাঝেই শুরু হয়েছে টানা বৃষ্টি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টি পড়ছে অনবরত।
শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘন্টায় জেলায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বৃষ্টির সাথে থেমে থেমে দমকা বাতাস ঠান্ডার মাত্রা বাড়িয়েছে। আবহাওয়ার এ বৈরী আচরনে দিন মজুর ও নিম্ন আয়ের মানুষসহ সকল শ্রেনী পেশার মানুষ বিপাকে পড়েছে। বৃষ্টিপাত আরও দু’দিন স্থায়ী হতে পারে বলে কুড়িগ্রাম আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আনিছুর রহমান নিশ্চিত করেন।
রেডিওটুডে নিউজ/ইকে