গাইবান্ধা কারাগারে সাড়ে ৪ মাস যাবৎ মাদক মামলায় আটক হাজতী আসামী বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
মৃত হাজতীর নাম বিল্লাল হোসেন । তার বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি গ্রামে।
গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার মো: নজরুল ইসলাম জানান,ওই গ্রামের মহির উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন ছিলেন মাদকাসক্ত। মাদক মামলায় গ্রেফতার হয়ে তিনি সাড়ে ৪ মাস আগে গাইবান্ধা কারাগারে আসেন।
মঙ্গলবার বিকেলে তার বুকে ব্যাথা অনুভব হলে তাকে কারাগারে অভ্যান্তরে হাসপাতালে নেয়া হয়। আজ দুপুরে ব্যাথা তীব্র হলে তাকে গাইবান্ধা হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। আজ দুপুরে তার মৃত্যু হয়।
রেডিওটুডে নিউজ/ইকে