শীতের সকাল, বেশ কুয়াশা। তাই রোদ পোহাতে ঘরের পাশের রেল লাইনে বসেছিলে স্থানীয়দের মধ্যে অনেকে। আর এই রোদ পোহানোই কাল হলো তাদের জন্যে। নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে তিন ভাই-বোনসহ চারজন নিহত হয়েছেন।
বুধবার (০৮ ডিসেম্বর) সকালে সদরের বউবাজার এলাকার কুন্দপুকুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জানায়, সকালে বাড়ির পার্শ্বে রেললাইনের ওপর বসে খেলছিল গ্রামের রিকশাচালক রোজয়ান আলীর মেয়ে রিমা আক্তার (৭), রেশমা আক্তার (৪) ও ছেলে মমিনুর রহমান (৩)। এসময় চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেনটি নীলফামারী স্টেশন ছেড়ে সৈয়দপুর পৌঁছার পথে তাদের সামনে চলে আসে। বিষয়টি দেখতে তাদের প্রতিবেশী যুবক শামীম হোসেন (২৬) উদ্ধারে এগিয়ে যান। এসময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে রিমা আক্তার ও রেশমা আক্তার মারা যায়। উদ্ধারকারী শামীমসহ শিশু মমিনুর রহমান আহত হলে হাসাপাতালে আনার পথে তাদের তাদের মৃত্যু হয়।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।
রেডিওটুডে নিউজ/এমএস/জেএফ/ইকে