বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪,

৭ অগ্রাহায়ণ ১৪৩১

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪,

৭ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

উপস্থাপিত হবে ৩ দেশের ৭০টি গবেষনা প্রবন্ধ

১০ নভেম্বর দিনাজপুরে দুইদিন ব্যাপি অন্তর্জাতিক বিএসএসআর সম্মেলন

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৩, ২৫ অক্টোবর ২০২৩

Google News
১০ নভেম্বর দিনাজপুরে দুইদিন ব্যাপি অন্তর্জাতিক বিএসএসআর সম্মেলন

সংবাদ সম্মেলনের ছবি

বাংলাদেশ সোসাইটি ফর দ্যা স্টাডি অব কালচার এন্ড রিলিজিয়ন (বিএসএসসিআর) আয়োজনে "বিশ্বাস ও বিশ্বাসীদের স্বভাব, সংস্কৃতি ও আচরণঃ দক্ষিণ এশিয়ার সংস্কৃতিক ঐতিহ্য” বিষয়বস্তুকে  সামনে রেখে আগামী ১০ এবং ১১ নভেম্বর দিনাজপুরে আয়োজন করা হয়েছে দুই দিন ব্যাপি তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন। এতে অংশ নেবেন ৩টি দেশের শতাধিক গবেষক লেখক। 

আজ ২৫ অক্টোবর বুধবার সংবাদ সকালে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন আয়োজক প্রতিষ্ঠান বিএসএসসিআর মহাসচিব অধ্যাপক ডঃ শাহনাজ হুসনে জাহান লীনা। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, দুই দিন ব্যাপি আন্তর্জাতিক সম্মেলনের প্রথম দিন ১০ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠান এবং ১১ নভেম্বরে সমাপনী হবে।  সম্মেলনে ৩টি দেশের ৭০টি গবেষণা প্রবন্ধ ১০টি শিরোনামের অধীনে ১২টি প্যারালাল সেসনের মাধ্যমে উপস্হাপন করবেন অংশ গ্রহনকারি গবেষকরা।

ওই সম্মেলনের মাধ্যমে অংশ গ্রহনকারি দেশি বিদেশি বিশেষজ্ঞ প্রত্নতত্ত্ববিদ, ঐতিহাসিক, নৃতাত্ত্ববিদ, ভাষাবিদ, সাহিত্যিক, সমাজ বিজ্ঞানী এবং অর্থনীতিবিদের মধ্যে টেকসই সম্পর্ক ও পরিবেশ সৃষ্টির  পাশাপাশি বিশ্বের কলেজ  বিশ্ববিদ্যালয়ের মধ্যে সুসম্পর্ক স্থাপন করা এবং  সাংস্কৃতিক সম্পর্ক তৈরি হবে বলে আশা করছেন আয়োজকরা।

আয়োজক প্রতিষ্ঠানের মহাসচিব অধ্যাপক ডঃ শাহনাজ হুসনে জাহান লীনা জানান, বিএসএসসিআর প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছে প্রাচ্যর হার্ভার্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজ, ইয়েল, অস্ট্রোলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, টোকিও ইউনির্ভাসিটিসহ পৃথিবীর ৮৫টি দেশের  বিশ্ববিদ্যালয়ের ৬শত জন শিক্ষক।

 তৃতীয় বিএসএসসিআর আন্তর্জাতিক সম্মেলনে অংশ গ্রহনে আগ্রহীদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে নিম্নোক্ত ইমেইল [email protected]  নাম নিবন্ধনের অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনে উপস্হিত ছিলেন বিএসএসসিআর সহ সভাপতি এশিয়ান বিশ্বিবদ্যালয়ের ডীন অধ্যাপক ড. ওসমান গনি, তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের স্থানীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর কেন্দ্রীয় কমিটির যুগগ্ম সম্পাদক সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আলী ছায়েদ, সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ হোসেন,  সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোজাম্মেল বিশ্বাস, আদর্শ কলেজের অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ানুর রহমান, সঙ্গীত কলেজের উপ-অধ্যক্ষ ডঃ মারুফা বেগম, ইতিহাস সম্মিলনীর জেলা ইউনিটের সম্পাদক বিধান কুমার দত্ত, লেখেক ও গবেষক আজহারুল আজাদ জুয়েল, সেন্টার ফর হেরিটেজ স্টাডিজের প্রশাসনিক পরিচালক ডাঃ সোনিয়া হাইসহ অন্যান্যরা।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের