প্রতীকী ছবি
জয়পুরহাটে চার মাস বয়সী এক শিশুকন্যাকে হত্যা করার অপরাধে জহুরুল ইসলাম নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ হত্যা মামলার অপর দুই আসামিকে খালাস দেয়া হয়েছে।
সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর ইসলাম জনাকীর্ণ আদালতে এ রায় দেন।
সাজাপ্রাপ্ত জহুরুল ইসলাম জেলার জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের তোফেল উদ্দিনের ছেলে।
ওই মামলা সূত্রে জানা যায়, গত২০০৬ সালের ২২জুলাই বিকালে জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের আজিজার রহমানের চারমাস বয়সী শিশুকন্যা সুমাইয়াকে তার মা আছিয়া বেগম নিজ বাড়িতে দোলনায় রেখে পার্শ্ববর্তী মাঠে হাঁস খুঁজতে যান। পূর্ব শক্রতার জের ধরে ওই সময় আসামী জহুরুল ইসলাম বাড়ির পেছনের ডোবায় শিশু সুমাইয়াকে হত্যার উদ্দেশ্য ফেলে রেখে পালিয়ে যান।
পরে অনেক খোঁজাখুঁজির পর ওইদিন সন্ধ্যায় স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এ ঘটনায় নিহতের মা আছিয়া বেগম প্রতিবেশী জহুরুল ইসলাম, দেবর হবিবর রহমানের ছেলে জুল জালাল ও তার স্ত্রী তোহুরা বেগমের নাম উল্লেখ করে পরদিন জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০০৭ সালের ২২মে জয়পুরহাট থানা উপ-পরিদর্শক খোকন আলী আদালতে অভিযোগপত্র দাখিল করেন।দীর্ঘ শুনানি শেষে সোমবার আদালত এ রায় প্রদান করেন।
রেডিওটুডে নিউজ/ইকে