এইচএসসিতে গেল বছরের তুলনায় রাজশাহীতে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা। গেল বছরের চেয়ে ২ দশমিক ৭৪ শতাংশ বেড়ে এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার হয়েছে ৮১ দশমিক ২৪ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ২৪ হাজার ৯০২ জন।
মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী শিক্ষাবোর্ডে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল জানান মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. অলীউল আলম।
এ সময় বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে ৭৪১টি কলেজের ১ লাখ ৩৯ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে, এর মধ্যে ১ লাখ ১১ হাজার শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়। এ বোর্ডের অধীনে পাশ করে ৮১ দশমিক ২৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৪ হাজার ৯০২ জন। আর বরাবরের মতো এ বছরেও পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে আছে ছাত্রীরা।
রেডিওটুডে নিউজ/আনাম