ফাইল ছবি
জয়পুরহাটে প্রবাসী মমতাজুর রহমান হত্যা মামলায় শহিদুল ইসলাম নামে এক আসামি কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেইসাথে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
বুধবার (আজ) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম জেলার আক্কেলপুর উপজেলার পাঠান ধারা গ্রামের মৃত আফেজ উদ্দীনের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, জেলার আক্কেলপুর উপজেলার পাঠানধারা গ্রামের মমতাজুর রহমান ৭বছর প্রবাসে থাকার পর নিজ দেশের গ্রামের বাড়িতে ফিরে আসেন। গত ১৯৯৮ সালের ২৫ ডিসেম্বর রাতে অন্যান্য দিনের ন্যায় তিনি রাতের খাওয়া সেরে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। ওই রাতে কয়েকজন সিঁধেল চোর দেয়াল কেটে তার বাড়িতে প্রবেশ করে।টের পেয়ে মমতাজুর তাদের বাধা দিলে তার সাথে ধস্তাধস্তি হয়। এরই এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় চোরেরা। পরে মমতাজুরকে হাসপাতালে নিলে পর দিন চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছেলে রশিদুল ইসলাম আক্কেলপুর থানায় ৫জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বুধবার (আজ)৪জনকে খালাশ ও একজনকে যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত।
রেডিওটুডে নিউজ/এসবি