
প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকারে উত্থাপিত তিনটি প্রস্তাবনার মধ্যে সবচেয়ে সাশ্রয়ী, বাস্তবায়নযোগ্য ও সহজলভ্য প্রস্তাবটিকেই বাস্তবায়নের পক্ষে মত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মঙ্গলবার (২৯ এপ্রিল) নির্বাচন কমিশনে এক আলোচনায় তিনি বলেন, প্রবাসীরা আমাদের দেশের নাগরিক। তাদের অধিকার আছে ভোটে অংশগ্রহণ করার। প্রবাসীদের ভোটাধিকার নিয়ে আমাদের আজকের এই অবস্থান কোনো অনুগ্রহ নয়, এটি আমাদের ন্যায্য দাবি। এই দাবি বাস্তবায়ন হলে আমরা খুশি।
তিনি আরও বলেন, এই উদ্যোগকে আমরা সমর্থন করছি না শুধু, বরং আমরা শুরু থেকেই এই দাবির পক্ষে ছিলাম। এখন যদি সরকার এ দাবিকে বাস্তবায়ন করে, তাহলে সেটাই হবে দেশের গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ।
সরকার প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের লক্ষ্যে তিনটি বিকল্প প্রস্তাবনা বিবেচনা করছে বলে জানা গেছে। নজরুল ইসলাম খান বলেন, যে প্রস্তাবটি সবচেয়ে আধুনিক, বাস্তবায়নযোগ্য, সাশ্রয়ী ও সহজলভ্য হবে, সেটাই যেন বাস্তবায়িত হয়—আমরা সেটাই চাই।
রেডিওটুডে নিউজ/আনাম