মঙ্গলবার,

২৯ এপ্রিল ২০২৫,

১৬ বৈশাখ ১৪৩২

মঙ্গলবার,

২৯ এপ্রিল ২০২৫,

১৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না : মির্জা ফখরুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৫২, ২৮ এপ্রিল ২০২৫

Google News
আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না : মির্জা ফখরুল

মিয়ানমারের বেসামরিক লোকজনের কাছে মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটিকে অন্তর্বর্তীকালীন সরকারের একক সিদ্ধান্ত বলে দাবি করেছেন তিনি।

সোমবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শেখ বাজার এলাকায় গণসংযোগের সময় বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের মানুষকে সাহায্য করার ব্যপারে কোনো আপত্তি নাই। জাতিগতভাবে সাহায্য করতে আমাদের আপত্তি নাই। কিন্তু এটা হতে হবে সকল মানুষের সমর্থনে। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না। আমরা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না। এখানে এসে অন্য কেউ গোলমাল করুক আমরা চাই না।

একে তো রোহিঙ্গাদের নিয়ে আমরা সমস্যায় আছি! আবার মানবিক করিডোর দিয়ে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হোক, সেগুলো আলোচনা করে করিডোর দেওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি।

নির্বাচন বিষয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, আগামীতে বিএনপি নির্বাচিত হতে পারলে সবার আগে কর্মসংস্থানে গুরুত্ব দিবে।

তিনি আরও বলেন, এই সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে দেশে একটা নির্বাচন করবে, যেখানে সকলে ভোট দিতে পারবে। কারণ বিগত ১৫ থেকে ১৬ বছরে আমরা কেউ ভোট দেওয়া তো দূরের কথা, কেন্দ্রেও যেতে পাড়ি নাই।

এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের