
সংস্কারের কথা বলে কালক্ষেপণ না করে নির্বাচনের রোডম্যাপ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, বড় সংস্কার জনগণের ম্যান্ডেট ছাড়া কার্যকর হবে না। দেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে।
রোববার (২৭ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এমন কথা বলেন।
অন্তর্বর্তী সরকার দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে না উল্লেখ করে আন্দালিব রহমান পার্থ বলেন, ‘সংস্কারের জন্য নির্বাচনের কালক্ষেপণ করবেন না। ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব।’
তিনি বলেন, ‘আমার বিশ্বাস করি এই সরকার আমাদের সরকার, এই সরকার আমাদের আন্দোলনের সরকার, এই সরকার ছাত্র-জনতার আন্দোলনের সরকার। এই সরকার জনগণের সরকার কিন্তু জনগণের ভোটের মাধ্যমে নয়। এই সরকারের পাশে আমরা ছিলাম, আগামীতেও থাকব এবং আমরা ৭ আগস্ট থেকে আজকে পর্যন্ত বলে আসছি আপনারা একটা নির্বাচনের রোডম্যাপ দেন। নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
দেশের স্বার্থে দ্রুততম সময়ে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বিজেপি চেয়ারম্যান বলেন, ‘নির্বাচন দেরিতে হলে একটা মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে। আর যে সংস্কারগুলোতে সবাই একমত সেগুলো নিয়েই সরকার নির্বাচনমুখী হতে পারে।’