রোববার,

২৭ এপ্রিল ২০২৫,

১৪ বৈশাখ ১৪৩২

রোববার,

২৭ এপ্রিল ২০২৫,

১৪ বৈশাখ ১৪৩২

Radio Today News

বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে আরো গভীর সম্পর্ক চান চীন: ফখরুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:০১, ২৬ এপ্রিল ২০২৫

Google News
বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে আরো গভীর সম্পর্ক চান চীন: ফখরুল

বাংলাদেশে স্থিতিশীলতা চায় চীন। সফররত দেশটির কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন, নতুন করে বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক গভীর হচ্ছে।

শুক্রবার বাংলাদেশ সফরে আসা চায়না কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে শনিবার (২৬ এপ্রিল) দিনভর বৈঠক হয় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। এরই ধারাবাহিকতায় সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বিএনপির সঙ্গেও অনুষ্ঠিত হয় বৈঠক।

প্রায় দু-ঘণ্টাব্যাপী বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে আরো গভীর সম্পর্ক চান তারা।

এরপর বৈঠকের বিষয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন, এটা একটা রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক দলের মিটিং। চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের অনেক পুরোনো একটা সম্পর্ক। মাঝখানে ১৫ বছর ছিলো না। কারণ ফ্যাসিবাদ সরকার সেটা গ্রহণ করেনি। এখন আবার আমরা সেটা (সম্পর্ক রক্ষা) শুরু করেছি। ফলে চাইনিস কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক এখন আরও গভীর থেকে গভীরতর করা হচ্ছে। আমাদের দুই পার্টির সম্পর্ক আরও বৃদ্ধি পাচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। চাইনিস কমিউনিস্ট পার্টি বা চীন অন্যের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চায় না।

বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা কী আশা করছে, এমন প্রশ্নর উত্তরে মির্জা ফখরুল বলেন, তারা স্থিতিশীলতা চায়, একটা শক্তিশালী বাংলাদেশ দেখতে চায়। এদেশে একটা সার্বিক ডেমোক্রেটিক পরিবেশ দেখতে চায়।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের