
ফ্যাসিবাদের দোসরদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুর্নীতি-পাচারের টাকায় দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে ফ্যাসিস্ট হাসিনা। যারা ফ্যাসিবাদকে প্রলম্বিত করেছে তাদের সবার বিচার হতে হবে। শনিবার (২৬ এপ্রিল) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, উপদেষ্টাদের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে, যা ২৪-এর গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করছে। অন্তবর্তী সরকারের উচিত শক্তহাতে এগুলো দমন করা।
এ সময় রিজভী প্রশ্ন তোলেন, প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহার হলে বিএনপি নেতাকর্মীদের মামলা কেন প্রত্যাহার হচ্ছে না।
ডিসেম্বর টু জুন বলে নির্বাচন নিয়ে কেন দ্বিধাদ্বন্দের মধ্যে মানুষকে ঘোরানো হচ্ছে সেই প্রশ্নও তোলেন রিজভী।
রেডিওটুডে নিউজ/আনাম