
নির্বাচন কমিশনের ভোটের প্রস্তুতি শুরু ইতিবাচক, তবে জাতির সামনে নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে বাংলাদেশ জনঅধিকার পার্টি ও
গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।
আমীর খসরু বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের জন্য দেশের মানুষ উদগ্রীব। জনগণের মালিকানা প্রতিষ্ঠার জন্যই নির্বাচন দরকার। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে রাজনৈতিক দলগুলো সংস্কারের যেসব বিষয়ে একমত হয়েছে, তা জাতির সামনে প্রকাশ করে সনদ তৈরি করার দাবি জানান তিনি।