বৃহস্পতিবার,

২৪ এপ্রিল ২০২৫,

১১ বৈশাখ ১৪৩২

বৃহস্পতিবার,

২৪ এপ্রিল ২০২৫,

১১ বৈশাখ ১৪৩২

Radio Today News

ঢাবির হাকিম-মিলন চত্বরে ছাত্রদল নেতার পরিচ্ছন্নতা অভিযান

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৫৪, ২৩ এপ্রিল ২০২৫

Google News
ঢাবির হাকিম-মিলন চত্বরে ছাত্রদল নেতার পরিচ্ছন্নতা অভিযান

পরিচ্ছন্ন স্বাস্থ্যকর ক্যাম্পাস বিনির্মাণের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম মিলন চত্বরের ময়লা-আবর্জনা অপসারণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের একাংশ।

মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, আবুল কাসেম প্রধান, রাকিব হোসেন এবং সদস্য সাব্বির আহম্মেদ, ইদ্রিস আলী মুরাদ, সায়মনসহ হল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিষয়ে মো. তরিকুল ইসলাম তারিক কালবেলাকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বোধ থেকে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন করেছি। তারেক রহমানের অভিপ্রায় দেশের প্রত্যেকটি ক্যাম্পাস হবে শিক্ষার্থীবান্ধব, পরিচ্ছন্ন এবং বিজ্ঞানমুখী। সেই আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর এবং মিলন চত্বরে দীর্ঘদিনের জমানো ময়লা-আবর্জনা পরিষ্কার করে দৃষ্টিনন্দন করার চেষ্টা করেছি। শিক্ষার্থীরা এতে সুন্দর এবং পরিছন্ন পরিবেশে আড্ডা এবং গ্রুপ স্টাডি করতে পারবেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের