বৃহস্পতিবার,

২৪ এপ্রিল ২০২৫,

১১ বৈশাখ ১৪৩২

বৃহস্পতিবার,

২৪ এপ্রিল ২০২৫,

১১ বৈশাখ ১৪৩২

Radio Today News

গভীর রাতে শিক্ষার্থীদের ‘শাহবাগ ব্লকেড’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:৪৭, ২৩ এপ্রিল ২০২৫

Google News
গভীর রাতে শিক্ষার্থীদের ‘শাহবাগ ব্লকেড’

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসির পদত্যাগের এক দফা দাবিতে মঙ্গলবার (২৩ এপ্রিল) দিবাগত গভীর রাতে শাহবাগ মোড় অবরোধ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়,  বুয়েট, জাবি, প্রাইভেট, ঢাকা কলেজ, জবিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সময় মোড়ে অবস্থান করতে দেখা যায়। এর আগেই আজ ‘শাহবাগ ব্লকেডের’ ঘোষণা দেন তারা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের কুয়েটের ভাইয়েদের ক্লাসের বাইরে রেখে আমরা ক্লাসে যাবো না। তারা আগামীকাল ক্লাসে যাবেন না বলে ঘোষণা দেন। তারা বলেন, তাদের এক দাবি, কুয়েট ভিসির পদত্যাগ। ভিসি পদত্যাগ না করা পর্যন্ত তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।  

এদিকে কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

অপরদিকে, কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে এবং কুয়েটের ভিসি মাসুদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের বেশ কয়েকজন নেতা। তারা বলেন, ভিসির পদত্যাগ না করা পর্যন্ত কর্মসূচি চলবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের