শনিবার,

১৯ এপ্রিল ২০২৫,

৬ বৈশাখ ১৪৩২

শনিবার,

১৯ এপ্রিল ২০২৫,

৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

ডিসেম্বরে নির্বাচনের বিষয়ে ১২ দলীয় জোটের সঙ্গে একমত বিএনপি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০৬, ১৯ এপ্রিল ২০২৫

Google News
ডিসেম্বরে নির্বাচনের বিষয়ে ১২ দলীয় জোটের সঙ্গে একমত বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন মনে করছে না বিএনপি। জনআকাঙ্ক্ষা পূরণে ডিসেম্বরের মধ্যেই সরকার নির্বাচন দেবে বলে প্রত্যাশা।

শনিবার (১৯ এপ্রিল) গুলশানে বিএনপি ও ১২ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব জানান তিনি। এসময় তিনি বলেন, ১২ দলীয় জোটের সাথে অনেক গুলো বিষয়ে একমত হয়েছে বিএনপি।

এসময় ১২ দলীয় জোটের চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব। তাই বিভ্রান্তি এড়াতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার স্পষ্ট রোড ম্যাপের দাবি জানান তিনি।

তিনি বলেন, প্রশাসনে থাকা ফ্যাসিস্টদের অপসারণ ও জুলাই আগস্ট গণহত্যার বিচারের দাবি জানায় ১২ দলীয় জোট।

ব্রিফিংয়ে জানানো হয়েছে, সমমনাসহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক চলবে বিএনপির। দুই সপ্তাহের মধ্যে বৈঠকগুলো শেষ করতে চায় তারা।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের