
কিছু ইউটিউবার ভারতীয় গণমাধ্যমের সূত্র ধরে আমাকে মিথ্যাবাদী প্রমাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রোববার (১৩ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।
ফেসবুক পোস্টে প্রেস সচিব লেখেন, কিছু ইউটিউবার আমাকে ভারতীয় পত্রিকার সূত্র ধরে মিথ্যাবাদী হিসেবে উপস্থাপন করেছে। সেই ভারতীয় পত্রিকার উৎস কী? ‘নাম প্রকাশে অনিচ্ছুক’ কিছু সূত্র! আর এভাবেই ইউটিউবাররা তাদের স্ক্রিপ্ট তৈরি করে!
শফিকুল আলম লেখেন, যদি ভারতীয় পত্রিকাগুলোর উপর ভিত্তি করে প্রায়ই যারা বাংলাদেশের ব্যাপারে ভুল তথ্যভিত্তিক ও বানোয়াট সংবাদ ছাপে—তাহলে আমি সহজেই ধরে নিতে পারি, হয় আপনার সাংবাদিকতা চর্চা দুর্বল, না হয় আপনি সাংবাদিকতার প্রাথমিক শিক্ষাটুকুও জানেন না।
শেষে তিনি লেখেন, দুঃখিত, কিন্তু যখন আপনি একের পর এক ভারতীয় মিথ্যাচার নির্ভর ‘আউটলেট’ থেকে উদ্ধৃতি দেন, তখন আপনার ইউটিউবিং একরকম হাস্যকর প্রলাপ আর ভাঁড়ামিতে পরিণত হয়!
রেডিওটুডে নিউজ/আনাম