
দেশের স্বার্থে বিনিয়োগের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১০ মার্চ) রাজধানীর বনানীর একটি হোটেলে বিনিয়োগ সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, বিনিয়োগ ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না। বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতি এগিয়ে যাবে।
তিনি বলেন, বিনিয়োগকারীরা যাতে কোনো ধরনের বাধার মুখে না পড়ে এ জন্য সিস্টেমের আমূল পরিবর্তন করবে বিএনপি।
আগামীতে নির্বাচিত সরকারের বিনিয়োগ নীতিমালা কী হবে তা বিনিয়োগ সম্মেলনে আমন্ত্রিত বিনিয়োগকারীদের জানাতে বিএনপির এই মতবিনিময় সভা।
রেডিওটুডে নিউজ/আনাম