রোববার,

০৬ এপ্রিল ২০২৫,

২৩ চৈত্র ১৪৩১

রোববার,

০৬ এপ্রিল ২০২৫,

২৩ চৈত্র ১৪৩১

Radio Today News

তারা বঙ্গবন্ধু, জিয়াউর রহমানকে মানে না: কাদের সিদ্দিকী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫০, ৫ এপ্রিল ২০২৫

Google News
তারা বঙ্গবন্ধু, জিয়াউর রহমানকে মানে না: কাদের সিদ্দিকী

পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন মানে স্বাধীনতার পতন নয় মন্তব্য করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, আগস্টে যারা বিপ্লব ঘটিয়েছেন তাদের সাধুবাদ জানাই। তারা যদি ঠিকভাবে চলতে পারতেন, তাহলে বহু বছর মানুষ তাদের স্মরণ রাখতে। কিন্তু তারা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন। তারা বঙ্গবন্ধু, জিয়াউর রহমানকে মানে না। এমনকি তারা আমাদের কাউকেই মানে না। এটা ভালো কথা নয়।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটী নিজ গ্রামে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, আল্লাহ আমাদের জয় দিয়েছিলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আজকে এতো দালানকোঠা, ঘর-বাড়ি, রাস্তা-ঘাট বাংলাদেশ স্বাধীন না হলে এর কিছুই হতো না। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, আজকে এই স্বাধীনতাকে অনেকে মনেই করতে চায় না।

গত ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ শ্লোগান দেওয়া জন্য কয়েকজনকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে ‘জয় বাংলা’ ছিল মুক্তিযুদ্ধের স্লোগান। এটা কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর নয়। এটা মুক্তিযুদ্ধ, স্বাধীনতার স্লোগান। যতো দিন বাংলাদেশ থাকবে, ততো দিন জয় বাংলা থাকবে। 

এই বঙ্গবীর বলেন, আমি গত ২৫ বছর একবারের জন্যও ‘জয় বাংলা’ বলিনি। আজকে মা এবং বাবার কবরে শপথ করে গেলাম, আজ থেকে আমি ‘জয় বাংলা’ বলবো। স্বাধীনতাকামী মানুষের, বাংলাদেশের মানুষের স্লোগান হবে জয় বাংলা।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের